স্টাফ রিপোর্টার
রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আকতার মোর্শেদ আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধীতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মন্ত্রীপাড়া থেকে এনায়েতকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। ওইদিন বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি'র আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গত সোমবার সকালে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধ মামলায় এনায়েত করিমকে গ্রেপ্তার দেখিয়ে ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করে আদালত।
আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরী একজন আমেরিকান নাগরিক। গত ৬ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছেন। গত ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোড মন্ত্রীপাড়া এলাকায় ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত এনায়েত জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকান সরকার অসন্তুষ্ট। আগামী ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায় সরকার বাতিলের রায় রহিত করবেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তখন সেনাবাহিনী সমর্থনে নতুনভাবে জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকারপ্রধান কে হবেন তা বিশেষ একটি মহল নির্ধারণ করে দেবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান ও বিভিন্ন রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করেন।
রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আকতার মোর্শেদ আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধীতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মন্ত্রীপাড়া থেকে এনায়েতকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। ওইদিন বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি'র আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গত সোমবার সকালে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধ মামলায় এনায়েত করিমকে গ্রেপ্তার দেখিয়ে ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করে আদালত।
আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরী একজন আমেরিকান নাগরিক। গত ৬ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছেন। গত ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোড মন্ত্রীপাড়া এলাকায় ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত এনায়েত জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকান সরকার অসন্তুষ্ট। আগামী ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায় সরকার বাতিলের রায় রহিত করবেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তখন সেনাবাহিনী সমর্থনে নতুনভাবে জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকারপ্রধান কে হবেন তা বিশেষ একটি মহল নির্ধারণ করে দেবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান ও বিভিন্ন রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করেন।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
২ ঘণ্টা আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৪ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৫ ঘণ্টা আগে