স্টাফ রিপোর্টার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের-ইসি। এনআইডি লক করা ব্যক্তিরা হলেন-শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
সূত্র জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক), আন্তর্জাতিক অপরাধ ট্রাইাব্যুনাল নাকি ইসির নিদের্শনায় এ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন ব্রি. জে. (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ মন্তব্য না করলেও এনআইডি উইংয়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে এনআইডির সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি এনআইডি লকের বিষয়টি স্বীকার করেন। কিন্তু কোন সংস্থার অনুরোধ লক করা হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। নথিপত্র অনুযায়ী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বর্তমানে তিনি প্রবাসীদের এনআইডি প্রদানের কার্যক্রম পরিদর্শনে অস্ট্রেলিয়ায় থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে বলেন, যথাযথ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের এনআইডি স্থগিত রাখা হয়েছে।
এনআইডির কর্মকর্তারা জানান, এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এ ছাড়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিপিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে। তাদের অনুরোধে আবার আনলক করা হয়। বর্তমানে হাসিনা ও শেখ পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এনআইডি ভেরিফাই করতে হয়।
এদিকে, গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের কাছে রেড অ্যালার্ট জারির জন্য আবেদন করতে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। ইতিমধ্যে শেখ হাসিনাসহ তাঁর সরকারের ১২জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে গত ১৯ এপ্রিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের-ইসি। এনআইডি লক করা ব্যক্তিরা হলেন-শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
সূত্র জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক), আন্তর্জাতিক অপরাধ ট্রাইাব্যুনাল নাকি ইসির নিদের্শনায় এ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন ব্রি. জে. (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ মন্তব্য না করলেও এনআইডি উইংয়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে এনআইডির সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি এনআইডি লকের বিষয়টি স্বীকার করেন। কিন্তু কোন সংস্থার অনুরোধ লক করা হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। নথিপত্র অনুযায়ী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বর্তমানে তিনি প্রবাসীদের এনআইডি প্রদানের কার্যক্রম পরিদর্শনে অস্ট্রেলিয়ায় থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে বলেন, যথাযথ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের এনআইডি স্থগিত রাখা হয়েছে।
এনআইডির কর্মকর্তারা জানান, এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এ ছাড়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিপিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে। তাদের অনুরোধে আবার আনলক করা হয়। বর্তমানে হাসিনা ও শেখ পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এনআইডি ভেরিফাই করতে হয়।
এদিকে, গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের কাছে রেড অ্যালার্ট জারির জন্য আবেদন করতে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। ইতিমধ্যে শেখ হাসিনাসহ তাঁর সরকারের ১২জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে গত ১৯ এপ্রিল।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
১ ঘণ্টা আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৪ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৪ ঘণ্টা আগে