‘সংবিধান স্থগিত করুন, নতুন পদ্ধতিতে নির্বাচন দিন’
আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৩: ২১

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
সংবিধান স্থগিত করুন। নতুন পদ্ধতিতে নির্বাচন দিন।কাজ শেষ বলে এ মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী শিশির মনির প্রধান।
শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার উদ্দেশে দেওয়া নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে শিশির মনির লেখেন—‘মাননীয় প্রধান উপদেষ্টা। আপনি পিছনে ফিরে তাকাবেন না। গণঅভ্যুত্থানই আপনার সবচেয়ে বড় ম্যানডেট। জুলাই ঘোষণা-জুলাই সনদ দিয়ে দিন।সংবিধান স্থগিত করুন। নতুন পদ্ধতিতে নির্বাচন দিন।কাজ শেষ।’
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com