আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর

ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে

স্টাফ রিপোর্টার

ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে

বিএনপি নেতা ইলিয়াস আলীকে রাস্তা থেকে তুলে নিয়ে গুমের পর হত্যা করা হয়েছে বলে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার গুম-খুনের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় জিয়াউল হাসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এতে ১০০-এর বেশি মানুষকে গুম করে হত্যা এবং হত্যার পর পেট ফেড়ে নাড়ি-ভুড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনায় বলেশ্বর নদীতে, কখনো সুন্দরবনে, কখনো শীতলক্ষ্যায় আবার কখনো বুড়িগঙ্গায় ডুবিয়ে দেওয়া ঘটনা তুলে ধরা হয়েছে।

জিয়াউল ১৯৯১ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে মেজর থাকাকালে তিনি র‍্যাব-২-এর উপ–অধিনায়ক হন। পরে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার পর তিনি কিছুদিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বে ছিলেন।

২০১৭ সালে তাকে টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক করা হয়। ২০২২ সালে সংস্থাটিতে মহাপরিচালক পদ সৃষ্টি করে তাকে ওই পদে বসানো হয়। এরই মধ্যে তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। জুলাই অভ্যুত্থানের পর গত বছর ৬ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন