জজ কোর্টে নামঞ্জুরের পরও আসামির জামিন, ম্যাজিস্ট্রেটকে শোকজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২০: ১০
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২০: ২০

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন নামঞ্জুরের পরেও ডাকাতি ও বিস্ফোরক মামলায় আসামিকে জামিন দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে শোকজ করা হয়েছে।

একই সঙ্গে এ ধরনের শৃঙ্খলা পরিপন্থি কাজের কারণে কেন আইনগত কার্যধারা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে আরো বলা হয়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চলতি বছরের ১ জুলাই কদমতলী থানার ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৫ ধারার মামলায় আসামি মো. নাজমুলকে জামিন দেন।

এর আগে একই আসামির পক্ষে গত ১৭ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত জামিন চাইলে তা নামঞ্জুর করেন বিচারক।

মহানগর দায়রা জজ কর্তৃক জামিন নামঞ্জুর হওয়া সত্ত্বেও স্পর্শকাতর ডাকাতি ও বিস্ফোরক মামলার আসামি নাজমুলকে মাত্র ১৫ দিনের ব্যবধানে জামিনের আদেশ দিয়ে বিচার বিভাগীয় নৈরাজ্যের জন্ম দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

যা বিচারিক শৃঙ্খলার পরিপন্থী কাজ বলে মনে করছেন আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত