স্টাফ রিপোর্টার
মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে হাজতখানা থেকে আদালতে তোলার সময় কামরুল ইসলাম সাংবাদিকদের কিছু বলতে গেলে পুলিশ কনস্টেবল বেলাল তাকে বাঁধা দেন। এতে উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন কামরুল। এ সময় তিনি রূঢ় কন্ঠে বলেন, ‘কেন তুমি টানতেছো, কেনো।’
জবাবে কনস্টেবল বেলাল বলেন, ‘স্যার সাংবাদিকদের সাথে কথা বলা যাবে না।’ এরপর তাকে আদালতে তোলা হয়। পরে তার উপস্থিতিতে আদালতে শুনানি শুরু হয়। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের এই গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন। এই মামলায় কামরুল ইসলাম ১০ এবং মানিক ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।
মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে হাজতখানা থেকে আদালতে তোলার সময় কামরুল ইসলাম সাংবাদিকদের কিছু বলতে গেলে পুলিশ কনস্টেবল বেলাল তাকে বাঁধা দেন। এতে উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন কামরুল। এ সময় তিনি রূঢ় কন্ঠে বলেন, ‘কেন তুমি টানতেছো, কেনো।’
জবাবে কনস্টেবল বেলাল বলেন, ‘স্যার সাংবাদিকদের সাথে কথা বলা যাবে না।’ এরপর তাকে আদালতে তোলা হয়। পরে তার উপস্থিতিতে আদালতে শুনানি শুরু হয়। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের এই গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন। এই মামলায় কামরুল ইসলাম ১০ এবং মানিক ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
২ ঘণ্টা আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৪ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৫ ঘণ্টা আগে