আদালতে পুলিশকে ধমকালেন কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৪: ৪৮

মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টার দিকে হাজতখানা থেকে আদালতে তোলার সময় কামরুল ইসলাম সাংবাদিকদের কিছু বলতে গেলে পুলিশ কনস্টেবল বেলাল তাকে বাঁধা দেন। এতে উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন কামরুল। এ সময় তিনি রূঢ় কন্ঠে বলেন, ‘কেন তুমি টানতেছো, কেনো।’

জবাবে কনস্টেবল বেলাল বলেন, ‘স্যার সাংবাদিকদের সাথে কথা বলা যাবে না।’ এরপর তাকে আদালতে তোলা হয়। পরে তার উপস্থিতিতে আদালতে শুনানি শুরু হয়। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের এই গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

মামলায় অভিযোগ, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

ওই ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন। এই মামলায় কামরুল ইসলাম ১০ এবং মানিক ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত