ইফার বিতর্কিত নিয়োগে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৫৮

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সহকারী পরিচালকসহ বিভিন্ন পদে বিতর্কিত ও অবৈধ নিয়োগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও নিয়োগ বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ধর্ম মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ও ইসলামিক ফাউন্ডেশনের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও শিকদার মুবিনা আশরাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। রোববার আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। এর আগে গত ১৪ জানুয়ারি তিনি সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ২৮ জানুয়ারি তিনি রিটটি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর মিডিয়ায় ‘গঠিত হয়নি কোনো তদন্ত কমিটি - বিধিবহির্ভূত নিয়োগপ্রাপ্তরা বহাল তবিয়তে, বিতর্কিত ও অবৈধ নিয়োগে নীরব ইসলামিক ফাউন্ডেশন’ এবং ২০২৫ সালের ১৬ জানুয়ারি ‘ইসলামিক ফাউন্ডেশন যেন আত্মীয় স্বজনের পুনর্বাসন কেন্দ্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। রিটে এ বিষয়গুলো তুলে ধরে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। রিপোর্টে বলা হয়, এ সকল নিয়োগে মুখ্য হয়ে উঠেছে ছাত্রলীগের দলীয় পরিচয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত