আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিবর্তিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ হলের নাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পরিবর্তিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ হলের নাম

দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় সিনেট বরাবর সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সর্বশেষ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই দুই হলের নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় সিনেটের কাছে সুপারিশ পাঠানো হবে।

তিনি জানান, সিনেটের অনুমোদন সাপেক্ষেই পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে হল দুটির নতুন নাম চূড়ান্ত করা হবে। নাম পরিবর্তনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত এবং সম্ভাব্য নতুন নামগুলো সিনেট সভায় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন সংক্রান্ত দাবি ও আলোচনা জোরালো হয়েছে। এরই ধারাবাহিকতায় সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হয় এবং প্রাথমিকভাবে নাম পরিবর্তনের সুপারিশের সিদ্ধান্ত আসে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...