ইবিতে শহীদদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৭: ১৪

চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের অভ্যন্তরে ও সামনের অংশে শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করেন তারা। রোপণ করা গাছগুলোর মধ্যে ছিল আম, লটকন, নিম, কদবেল ও আমড়া।

ছাত্রদল সূত্রে জানা যায়, হল সংলগ্ন টেন্ট এলাকা, কেন্দ্রীয় মসজিদের আশপাশ ও ইবি লেকেও পর্যায়ক্রমে গাছ লাগানো হবে।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কর্মী রোকনুজ্জামান অর্ক, স্বাক্ষর, আলামিন, রিয়াজ, রেজাউল, রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ৫ শতাধিক বৃক্ষরোপণ ও গাছ বিতরণের উদ্যোগ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে থাকা হলের সামনেই ‘জিয়া ট্রি’ বা একটি নিম গাছ রোপণের মধ্য দিয়ে আমরা এ কর্মসূচির সূচনা করেছি।

আমাদের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে। আমরা চাই, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চব্বিশকে ধারণ ও লালন করতে এবং একটি নিরাপদ, পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত