জকসু নির্বাচনের ভোট গণনা মেশিনে করা হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের বলেন, আমরা ২০ মিনিট পর ভোট গণনা শুরু করব। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের জকসু নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।
অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, আমরা সকল প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে মিটিং করেছি।
বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কনফারেন্স রুমে এক মিটিংয়ে সকল পক্ষের সাথে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমে তিনশত ভোট হাতে গণনা করা হবে। এই ভোট দুই মেশিনে আবার গণনা করে দেখা হবে। যেই ওএমআর মেশিন হাতে গণনা করা ভোটের ফলাফলের সাথে মিলবে সেই ওয়েমার মেশিনে ভোট গণনা করা হবে। এভাবে আমরা মাঝে মধ্যে হাতে গণনা করে ওয়েমার মেশিন চেক করব।
ড. কানিজ ফাতেমা আরো বলেন, সব ব্যালট আসার পর আমরা গণনা শুরু করি। কিন্তু এরপর দেখা গেল দুই (ভিন্ন কোম্পানি) মেশিনে দুই রকম ফলাফল দেখাচ্ছিল। আমরা এটা ৩/৪ বার করে দেখলাম। একই রকম ভুল বার বার করছিল। তাই আমরা ভোট গণনা বন্ধ রেখে আমাদের শিক্ষার্থীদের সাথে বসলাম। যারা ভিপি ও জিএস প্রার্থী রয়েছেন, তারাসহ অন্যান্য শিক্ষার্থীরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাতেই ভোট গণনা হবে। আর সেটি হবে মেশিনেই।
প্রার্থীদের সাথে দীর্ঘ দেড় ঘণ্টা মিটিং-এর পর এসিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে ২০ মিনিটের মধ্যে ফলাফল গণনা শুরু করার কথা জানালেও কখন প্রকাশ করা হবে সেটি জানায়নি কমিশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

