আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা

মাধ্যমিক অধিদপ্তর গঠনসহ ৫ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
মাধ্যমিক অধিদপ্তর গঠনসহ ৫ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণসহ পাঁচ দফা দাবির বাস্তবানের জন্য ১০ কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

রোববার রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত 'মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন - শিক্ষকবৃন্দের পাঁচ দফা দাবি বাস্তবায়ন' শীর্ষক মতবিনিময় সভা থেকে এই আল্টিমেটাম দেয়া হয়।

বিজ্ঞাপন

বাসমাশিস কর্তৃক উত্থাপিত দাবিগুলো হলো

১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।

২. সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ (চার) স্তর করা।

৩. অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা।

৪. বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।

৫. বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান।

বাসমাশিসের মতবিনিময় সভায় নিজেদের জীবন যাপন, সরকার কর্তৃক অবহেলা ও সামান্য বেতনের বিষয় উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক। এসময় বাসমাশিস নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে কঠোর কর্মসূচি দাবি করেন তারা।

বাসমাশিসের পক্ষ থেকে বলা হয়, আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে চাকরিবিধি মেনে মানববন্ধন, মহাসমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: মোস্তাফিজুর রহমান বলেন, যারা বলেন শিক্ষকদের দাবিগুলো ফ্যাসিস্টদের প্রস্তাবনা, তাদের উদ্দেশ্যে বলি -এগুলো ফ্যাসিস্টদের নয় অবহেলিত শিক্ষক সমাজের দাবি।

মাধ্যমিক শিক্ষা হলো শিক্ষার মেরুদণ্ড। এই শিক্ষাটাই যদি অবহেলিত থাকে তাহলে উচ্চ শিক্ষায় এর ভয়াবহ প্রভাব পড়বে। উচ্চ শিক্ষাকে সমুন্নত করতে হলে অবশ্যই মাধ্যমিক শিক্ষাকে সমুন্নত করতে হবে।

এসময় শিক্ষকদের ক্ষোভ দেখে ড. মোস্তাফিজুর রহমান ক্ষোভ প্রশমনে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান সমন্বয়ক রেবেকা সুলতানা, সমন্বয়ক সিকান্দার আলী খান, মঞ্জুরুল হক, মেহরুন নেসা, মো. আনোয়ার হোসেন, আবদুস সালাম, আবু সাঈদ মোল্লা, আব্দুর রাজ্জাক, মো. হারুন-অর-রশীদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মাধ্যমিক শিক্ষাকে নিবিড় পরিচর্যা ও সূক্ষ্ম হাতে পরিচালনার জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ তাদের অন্যান্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত অভিভাবকরা শিক্ষকদের উত্থাপিত দাবি গুলো বাস্তবায়নের জন্য তাগিদ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন