আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ঢাকা কলেজের ২০ জন শিক্ষক

প্রতিনিধি, ঢাকা কলেজ
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ঢাকা কলেজের ২০ জন শিক্ষক

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ৯৯৫ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ঢাকা কলেজের ২০ জন শিক্ষক।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির কথা জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস। পদোন্নতি পাওয়া শিক্ষকেরা আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা কলেজে পদোন্নতি পাওয়া ২০ জন শিক্ষকরা হলেন, অর্থনীতি বিভাগের আবুল কাশেম মুহাম্মদ জহরুল হক, ইংরেজি বিভাগের তামান্না ফেরদৌস, ইতিহাস বিভাগের আরফিনা আজিজুন নাহার, গণিত বিভাগের জেসমিন সুলতানা, ড. মো. আবুল কালাম আজাদ ও মোহাম্মদ রেজওয়ানুল ওয়ারিদ, পদার্থবিজ্ঞান বিভাগের ড. মুহাম্মদ মোমেনুল ইসলাম, আবুল হাসনাত মাসুম ইকবাল ও মো. শাহিন উদ্দিন।

ব্যবস্থাপনা বিভাগের আহমদ করিম, মনোবিজ্ঞান বিভাগের মো. আব্দুল হাই সিদ্দিকী, রসায়ন বিভাগের শাহিনা আফরোজ ও মো. আবুল হামিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মুক্তা সাহা ও ফারজানা জেসমিন, সমাজবিজ্ঞান বিভাগের আ.ক.ম রফিকুল আলম, ড. মুহাম্মদ দিললুর রহমান এবং শারমিন নাহার খান।

এর আগে গত ২০ নভেম্বর একসঙ্গে ১ হাজার ৮৭০ প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়। এর মধ্যে দিয়ে তিন সপ্তাহের মধ্যে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো। অর্থাৎ শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য তিনটি স্তরেই পদোন্নতি দেওয়া হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন