আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জকসু নির্বাচন: আরো দুই কেন্দ্রের ফল ঘোষণা

আমার দেশ অনলাইন

জকসু নির্বাচন: আরো দুই কেন্দ্রের ফল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ১৩টি কেন্দ্রের ফলাফলে ছাত্রদল সমর্থিত প্যানেলর এ কে এম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলামের চেয়ে ৯৯ ভোটে এগিয়ে আছেন। তার মোট ভোট ১৪৫৭।

বুধবার বেলা ১১টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ১৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

বিজ্ঞাপন

১২ কেন্দ্রের ফলাফল শেষে জানা গেছে, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলর এ কে এম রাকিব পেয়েছেন ১৪৫৭ ভোট এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৫৯ ভোট। রিয়াজুল ইসলাম চেয়ে এখনো ৯৮ ভোটে এগিয়ে আছেন রাকিব।

সর্বশেষ দুটি কেন্দ্রের ফল—

মার্কেটিং বিভাগ :

ভিপি

রিয়াজুল ইসলাম, শিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য' : ২০০

একে এম রাকিব, ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' : ১৮৭

জিএস

আবদুল আলিম আরিফ, শিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য' : ২১৪

খাদিজাতুল কুবরা, ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' : ৮৬

এজিএস

মাসুদ রানা, শিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য' : ১৯৫

বিএম আতিকুর রহমান তানজিল, ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' : ১৫৩

জুওলজি বিভাগ :

ভিপি

রিয়াজুল ইসলাম, শিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য' : ১২৮

একে এম রাকিব,ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' : ১২৮

জিএস

আবদুল আলিম আরিফ, শিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য' : ১৫৪

খাদিজাতুল কুবরা, ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' : ৬৮

এজিএস

মাসুদ রানা, শিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য' : ১৩১

বিএম আতিকুর রহমান তানজিল, ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' : ১০৮

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন