ঢাবির ‘বিজ্ঞান ইউনিটে’র ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৭৭ জন

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ‘বিজ্ঞান ইউনিটে’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ বেলা ১১টায়, পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পরীক্ষাকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্যমতে, এবছর ‘বিজ্ঞান ইউনিট’-এ ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন পরীক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল সাড়ে ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এর আগে বিশ্ব ইজতেমার কারণে গত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশালে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিট অনুষ্ঠিত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত