ইবিতে শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণ সভা

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৭: ৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে ‘স্মরণ সভা’ আয়োজন করেছে ছাত্রদল। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সঞ্চালনা করেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, সভাপতি, ইউট্যাব, ইসলামী বিশ্ববিদ্যালয় । অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, আহ্বায়ক, সাদ দল, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান, সভাপতি, জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়।

বক্তব্য প্রদানকালে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাধে কাধ মিলিয়ে জুলাই আন্দোলনে নেমেছি এবং সেখানে আমরা সফল হয়েছি। আমাদের এই আন্দোলনে অনেকই শহীদ হয়েছেন আবার অনেকেই আহত হয়েছেন। আমি সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট মাফিয়া চক্রের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ অগ্রণী ভূমিকা পালন করেছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি অভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের মাগফিরাত কামনা করছি।

জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, সারাদেশে ছাত্রজনতা যে অভ্যুত্থান করেছে তাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্তপাত না হলেও তাদের অবদান স্মরণ রাখার মতো। আমরা বলে থাকি যে একটি দুটি দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে যাচ্ছে কিন্তু এভাবে ভাবার কোন কারণ নেই। জুলাই আগস্টে ৪২২ জন জীবন দিয়েছে। শহীদের তালিকার সাথে যদি আমরা এটি মিলাই তাহলে দেখা যাবে প্রতি ৪ জনে ১ জন মারা গেছে বিএনপি বা ছাত্রদলের নেতাকর্মী। বিএনপির অবদান মূল্যায়ন করবে এদেশের সাধারণ জনগণ। বিএনপি সাধারণ মানুষের কাছে আজো সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত