স্টাফ রিপোর্টার
আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায় সরকার। এজন্য এবার বই ছাপার কাজ আগেভাগেই শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরইমধ্যে অধিকাংশ বইয়ের টেন্ডার আহ্বান করা হয়েছে।
আগামী মাসের শেষ দিকে ছাপার জন্য বইয়ের সিডি সংশ্লিষ্ট প্রেসগুলোকে দেয়া হবে। ছাপা শেষে সব বই আগামী নভেম্বরের মধ্যে সারাদেশের নির্ধারিত ৫৮৫ পয়েন্টে পৌঁছে যাবে বলে এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী আমার দেশকে জানিয়েছেন।
মঙ্গলবার এনসিটিবি চেয়ারম্যান আরও বলেন, এবার প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ৩০ কোটির মত নতুন বই ছাপা হবে। এবার দশম শ্রেণির বই না ছাপা এবং অন্যান্য শ্রেণির বইয়ে চাহিদা কম আসায় প্রায় ১০ কোটি বই কম ছাপা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্রমতে, চলতি বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে ৩৯ কোটির বেশি বই ছাপানো হয়। এর মধ্যে মাধ্যমিকে (মাদ্রাসার ইবতেদায়িসহ) মোট বইয়ের সংখ্যা ছিল ৩০ কোটি ৪০ লাখের বেশি। এসব বইয়ের মধ্যে দশম শ্রেণির জন্য প্রায় ৫ কোটি ২০ লাখ বই ছাপানো হয়।
নবম-দশম শ্রেণির জন্য একই বই; কিন্তু এ বছর শিক্ষাক্রম পরিবর্তনের কারণে দশম শ্রেণিতেও নতুন বই দেওয়া হয়েছে। আগামী বছর দশম শ্রেণির বই ছাপানো লাগছে না। এছাড়া চলতি বছরের চেয়ে আগামী বছরের জন্য মাধ্যমিকে ৩ কোটি ৮০ লাখের মতো বইয়ের চাহিদা কম এসেছে। মাধ্যমিকে মোট বইয়ের চাহিদা এসেছে ২১ কোটি ৪০ লাখের মতো।
অন্যদিকে চলতি বছরের জন্য প্রাথমিকের মোট পাঠ্যবই ছিল ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজারের মতো। এবার ৭০ লাখের মতো কম চাহিদা এসেছে।
এদিকে চলতি বছর বই ছাপায় নানা অনিয়ম পেয়েছে এনসিটিবির পরিদর্শন টিম। এজন্য ২৮টি প্রেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়মানুযায়ী এসব প্রেসকে নির্ধারিত সংখ্যক বই রিপ্লেস করে দিতে হবে।
অন্যথায় তাদের জমা রাখা টাকা কেটে নেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী। আগামী বছরের বই ছাপায় কোন অনিয়ম মেনে নেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায় সরকার। এজন্য এবার বই ছাপার কাজ আগেভাগেই শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরইমধ্যে অধিকাংশ বইয়ের টেন্ডার আহ্বান করা হয়েছে।
আগামী মাসের শেষ দিকে ছাপার জন্য বইয়ের সিডি সংশ্লিষ্ট প্রেসগুলোকে দেয়া হবে। ছাপা শেষে সব বই আগামী নভেম্বরের মধ্যে সারাদেশের নির্ধারিত ৫৮৫ পয়েন্টে পৌঁছে যাবে বলে এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী আমার দেশকে জানিয়েছেন।
মঙ্গলবার এনসিটিবি চেয়ারম্যান আরও বলেন, এবার প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ৩০ কোটির মত নতুন বই ছাপা হবে। এবার দশম শ্রেণির বই না ছাপা এবং অন্যান্য শ্রেণির বইয়ে চাহিদা কম আসায় প্রায় ১০ কোটি বই কম ছাপা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্রমতে, চলতি বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে ৩৯ কোটির বেশি বই ছাপানো হয়। এর মধ্যে মাধ্যমিকে (মাদ্রাসার ইবতেদায়িসহ) মোট বইয়ের সংখ্যা ছিল ৩০ কোটি ৪০ লাখের বেশি। এসব বইয়ের মধ্যে দশম শ্রেণির জন্য প্রায় ৫ কোটি ২০ লাখ বই ছাপানো হয়।
নবম-দশম শ্রেণির জন্য একই বই; কিন্তু এ বছর শিক্ষাক্রম পরিবর্তনের কারণে দশম শ্রেণিতেও নতুন বই দেওয়া হয়েছে। আগামী বছর দশম শ্রেণির বই ছাপানো লাগছে না। এছাড়া চলতি বছরের চেয়ে আগামী বছরের জন্য মাধ্যমিকে ৩ কোটি ৮০ লাখের মতো বইয়ের চাহিদা কম এসেছে। মাধ্যমিকে মোট বইয়ের চাহিদা এসেছে ২১ কোটি ৪০ লাখের মতো।
অন্যদিকে চলতি বছরের জন্য প্রাথমিকের মোট পাঠ্যবই ছিল ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজারের মতো। এবার ৭০ লাখের মতো কম চাহিদা এসেছে।
এদিকে চলতি বছর বই ছাপায় নানা অনিয়ম পেয়েছে এনসিটিবির পরিদর্শন টিম। এজন্য ২৮টি প্রেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়মানুযায়ী এসব প্রেসকে নির্ধারিত সংখ্যক বই রিপ্লেস করে দিতে হবে।
অন্যথায় তাদের জমা রাখা টাকা কেটে নেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী। আগামী বছরের বই ছাপায় কোন অনিয়ম মেনে নেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
৭ ঘণ্টা আগেরাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
৮ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
১০ ঘণ্টা আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১৮ ঘণ্টা আগে