প্রতিনিধি, ঢাবি
সঠিক সময়ে সঠিক পরিকল্পনার অভাব শিক্ষাখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, সময় এবং সম্পদের সীমাবদ্ধতা থাকলেও, দায়বদ্ধতার অভাব এবং পরিকল্পনার ঘাটতির কারণে অনেক কাজ করা যায়নি, যা হতাশার জন্ম দিয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘২০২৪-২৫ বাজেটে: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
রফিকুল আবরার বলেন, শুধুমাত্র কমিশন গঠন করলেই সমস্যার সমাধান হবে না। তৃণমূল পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে তা কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষক ও প্রশিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়াও একটি বড় সমস্যা। পাশাপাশি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও বাংলায় উচ্চশিক্ষার জন্য বিশ্বমানের বই অনুবাদের ওপর জোর দেন তিনি।
শিক্ষা খাতে বাস্তব পরিবর্তন আনতে হলে নির্দিষ্ট সময়সীমা ও কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “শুধু আলোচনা নয়, এখন দরকার সময় নির্ধারিত বাস্তব পদক্ষেপ। এই চ্যালেঞ্জ অতিক্রমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট - এর চেয়ারম্যান অধ্যাপক এম এ রাজ্জাক বলেন, দেশে প্রতিবছর ২০ লাখ নতুন কর্মসংস্থান প্রয়োজন, কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ ৮ থেকে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে।
এভাবে চলতে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে। গবেষণা অনুযায়ী আগামী ৬০ বছরের মধ্যে বাংলাদেশের ৭ শতাংশ মানুষ ষাটোর্ধ্ব বয়সে পরিণত হবে। এদিকে প্রতিবছর আমাদের দেশে অন্তত ২০ লাখ মানুষের তৈরী কর্মসংস্থান করতে পারলে আমরা উন্নয়নহীন বুড়ো জাতিতে পরিণত হব।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আবু ইউসুফসহ শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন। সেমিনারে শিক্ষাখাত ও কর্মসংস্থান বিষয়ে বাজেট বিশ্লেষণমূলক একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সঠিক সময়ে সঠিক পরিকল্পনার অভাব শিক্ষাখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, সময় এবং সম্পদের সীমাবদ্ধতা থাকলেও, দায়বদ্ধতার অভাব এবং পরিকল্পনার ঘাটতির কারণে অনেক কাজ করা যায়নি, যা হতাশার জন্ম দিয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘২০২৪-২৫ বাজেটে: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
রফিকুল আবরার বলেন, শুধুমাত্র কমিশন গঠন করলেই সমস্যার সমাধান হবে না। তৃণমূল পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে তা কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষক ও প্রশিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়াও একটি বড় সমস্যা। পাশাপাশি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও বাংলায় উচ্চশিক্ষার জন্য বিশ্বমানের বই অনুবাদের ওপর জোর দেন তিনি।
শিক্ষা খাতে বাস্তব পরিবর্তন আনতে হলে নির্দিষ্ট সময়সীমা ও কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “শুধু আলোচনা নয়, এখন দরকার সময় নির্ধারিত বাস্তব পদক্ষেপ। এই চ্যালেঞ্জ অতিক্রমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট - এর চেয়ারম্যান অধ্যাপক এম এ রাজ্জাক বলেন, দেশে প্রতিবছর ২০ লাখ নতুন কর্মসংস্থান প্রয়োজন, কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ ৮ থেকে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে।
এভাবে চলতে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে। গবেষণা অনুযায়ী আগামী ৬০ বছরের মধ্যে বাংলাদেশের ৭ শতাংশ মানুষ ষাটোর্ধ্ব বয়সে পরিণত হবে। এদিকে প্রতিবছর আমাদের দেশে অন্তত ২০ লাখ মানুষের তৈরী কর্মসংস্থান করতে পারলে আমরা উন্নয়নহীন বুড়ো জাতিতে পরিণত হব।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আবু ইউসুফসহ শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন। সেমিনারে শিক্ষাখাত ও কর্মসংস্থান বিষয়ে বাজেট বিশ্লেষণমূলক একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
৭ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১৮ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
১৯ ঘণ্টা আগে