দীর্ঘ ছুটির পর প্রাথমিকে ক্লাস শুরু, মাধ্যমিকে বুধবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১০: ৫৫
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১: ২৫
ফাইল ছবি

রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা খুলেছে। তবে মাধ্যমিক বিদ্যালয় খুলবে বুধবার। সরকারি ছুটি শেষে স্কুল খোলার নোটিশ দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজের শেয়ার করা হয়েছে।

বিজ্ঞাপন

শ্রী শ্রী শিবরাত্রি ব্রত দিয়ে ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিন বন্ধ থাকে স্কুল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে গত ৩ এপ্রিল। দেশের অন্য সরকারি-বেসরকারি কলেজগুলোতেও একই দিনে ছুটি শেষ। ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি ছিল। ফলে রোববার (৬ এপ্রিল) থেকে কলেজে ক্লাস শুরু হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত