গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ডিআইইউ-জাবির সমঝোতা স্বাক্ষর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৭: ০৬

গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে একাডেমিক সহযোগিতা বৃদ্ধির জন্য সমঝোতা স্মারক (এমওএ) স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশেষ করে পিএইচডি (ডক্টর অব ফিলোসোফি), এমফিল (মাস্টার অব ফিলোসোফি) ও এম এস (মাস্টার অব সায়েন্স) শিক্ষার্থীদের তত্ত্বাবধানে সহায়ক হবে এ চুক্তি।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবসহ অন্যান্য বিশিষ্ট অতিথিও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, ফ্যাকাল্টি অব ইনফরমেশন টেকনোলজির ডিন প্রফেসর ডক্টর সৈয়দ আকতার হোসেন, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ডক্টর মাসুম ইকবাল, স্বাস্থ্য জীবন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর বিলাল হোসেন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লিজা শারমীন স্নাতকোত্তর অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান এবং প্রক্টর অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আরইয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত