জাবিতে শুরু হয়েছে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রতিনিধি, জাবি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৫৪
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৫৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম দিন 'ডি' ইউনিটের অধীনে জীব বিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছু ছাত্রীদের পরীক্ষা শুরু হয়েছে। 'ডি' ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

বিজ্ঞাপন

রোববার ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রীদের ভর্তি পরীক্ষা প্রথম শিফটে সকাল ৯টা হতে শুরু হয়ে ৫ম শিফটে বিকেল ৪ টা ১৫ মিনিটে শেষ হবে।

‘ডি’ ইউনিটে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। সর্বমোট ৩১০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৬ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮০ জন ৷

এছাড়া আগামীকাল (১০ ফেব্রুয়ারি) ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদে ৪ টি শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত