ছাত্রীদের আবাসন নিশ্চিতকরণসহ চার দফা দাবি শাবি শিবিরের

প্রতিনিধি, শাবিপ্রবি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৬: ৫৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা ও ছাত্রীদের আবাসন নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে উপাচার্য ও উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের আবাসন, নিরাপত্তা, খাদ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণ, র‍্যাগিং ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

ছাত্রশিবিরের চার দফা দাবিগুলো হলো- আবাসন সমস্যা সমাধান: নতুন শিক্ষার্থীদের জন্য হলে সুষ্ঠু, যৌক্তিক ও মানবিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের আওতায় ভাড়া বাসা নিয়েও তাদের আবাসনের ব্যবস্থা করা। এছাড়া চলমান নতুন হল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা।

নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিতকরণ: নারী শিক্ষার্থীদের জন্য হলে আসন বরাদ্দের পাশাপাশি, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ছাত্রী হোস্টেলে আবাসনের ব্যবস্থা করা। হোস্টেলের ভাড়া হ্রাস এবং সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

খাদ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণ: হল ও ক্যাম্পাসে খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্যাফেটেরিয়ার পরিসর বৃদ্ধি। ক্যাম্পাসের অন্যান্য খাবারের দোকানগুলোতেও তদারকি নিশ্চিত করা।

র‍্যাগিং ও মাদকবিরোধী কার্যক্রম: র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং র‍্যাগিংবিরোধী মনিটরিং সেল সক্রিয় করা। একইসাথে অভিযোগ গ্রহণে ২৪ ঘণ্টার হটলাইন চালু। পাশাপাশি, মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালানোর দাবি জানানো হয় এতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত