আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এআই-এর সঠিক ব্যবহার শিক্ষাকে করবে আরো সমৃদ্ধ: জবি উপাচার্য

প্রতিনিধি, জবি
এআই-এর সঠিক ব্যবহার শিক্ষাকে করবে আরো সমৃদ্ধ: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

বিজ্ঞাপন

মঙ্গলবার উপাচার্যের অফিস কনফারেন্স রুমে আইকিউএসি আয়োজিত ‘ইফেকটিভ ইউজ অব এআই টুল্‌স ইন টিচিং, লার্নিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী সেশনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আদিম যুগে মানুষ পাথর ঘষে আগুন প্রজ্বলন করত, সেটিও ছিল প্রযুক্তি। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তি বিকশিত হতে হতে আজ আমরা অত্যাধুনিক যুগে পৌঁছেছি। অনেক প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহৃত হলেও কিছু ক্ষেত্রে অপব্যবহারও হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে পারলে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো সমৃদ্ধ ও কার্যকর হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘প্রযুক্তি সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। এআই টুলস শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে বহুমাত্রিকভাবে উপকৃত করছে, তবে কিছু নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।’

তিনি আরো বলেন, ‘প্রযুক্তি মানুষের সৃষ্টি—এর পরিচালনা, পরিমার্জন ও পরিবর্ধনে মানুষকেই ভূমিকা রাখতে হয়। তাই প্রযুক্তির সুফল পুরোপুরি নির্ভর করছে মানুষের ওপর।’

প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক শিক্ষা ও গবেষণায় এআই টুলসের কার্যকর প্রয়োগ, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং ব্যবহারিক সতর্কতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন