আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবরার ফাহাদের কবর জিয়ারতে ডাকসু নেতৃবৃন্দ

প্রতিনিধি, ঢাবি
আবরার ফাহাদের কবর জিয়ারতে ডাকসু নেতৃবৃন্দ

ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের সমাধিতে এ জিয়ারতের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ডাকসু নেতারা শহীদ আবরার ফাহাদসহ জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করেন। জিয়ারত শেষে নেতৃবৃন্দ আবরারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় করেন।

জিয়ারতে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান ও কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। এ ছাড়া আবরার ফাহাদের সম্মানিত পিতা বরকত উল্লাহও সেখানে উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের প্রেরণার বাতিঘর। খুনী হাসিনার শাসনে আমরা ভারতের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক দাসত্বের মুখোমুখি হয়েছিলাম। আবরার ফাহাদ সেই শোষণ-আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাঁর দেখানো পথেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। জুলাইয়ের প্রতিটি শহীদ ও গাজী আবরারের চেতনা ও আকাঙ্ক্ষাই লালন করেছে।

তিনি বলেন, শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।

ডাকসু নেতারা জানান, আবরার ফাহাদের স্মৃতি বাংলাদেশের ছাত্রসমাজ ও জাতীয় রাজনীতিতে অবিনশ্বর প্রেরণার উৎস হয়ে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন