আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোবাইল দেখে পরীক্ষা, জাবি ভর্তিচ্ছু শিক্ষার্থী আটক

প্রতিনিধি, জাবি
মোবাইল দেখে পরীক্ষা, জাবি ভর্তিচ্ছু শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার অভিযোগে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। আটক ওই শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভূমি। তার বাড়ি কিশোরগঞ্জ সদরে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এ সময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি আটক পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটককৃত পরীক্ষার্থী মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করছিলেন। আমরা কক্ষ পরিদর্শক মারফত খবর পেয়ে শৃঙ্খলা কমিটি তাকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অপরাধ স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, মোবাইল কোর্ট না থাকায় ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে মামলা করা হবে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

হাদিকে গুলি আরেকটি ওয়ান-ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র, নেপথ্যে আ.লীগ-ভারত

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন