
স্টাফ রিপোর্টার

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাগজপত্র ও ফি জমা দেওয়ার সময়সীমা ফের বাড়ানো হয়েছে।
রোববার বিকেলে প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরেক দফায় ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিদ্যমান কাঠামোতে (সনাতন) ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে কাগজপত্র ও অবশিষ্ট ফি প্রদান আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
এদিকে, দীর্ঘ সময় পরও ভর্তি কার্যক্রম শেষ করতে না পারা ও বারবার ক্লাস শুরুর সময়সীমা পেছানোয় নবীন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কিছু শিক্ষার্থীর ভর্তি বাকি থাকায় কাগজপত্র ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন পুরোপুরি মন্ত্রণালয়ের অধীনে আছি। ইউজিসি মন্ত্রণালয়কে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম হস্তান্তর করে দিয়েছে। সুতরাং, মন্ত্রণালয়ের বাইরে গিয়ে এখন আমাদের কোনো কিছু করার সুযোগ নেই।
তিনি আরো বলেন, সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়েরও নির্দেশনা ছিল। এটাকে কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে বলার সুযোগ নেই। এক মাসের নোটিশে আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করেছিলাম। এখন মন্ত্রণালয়ও সবকিছু দ্রুত শেষ করতে চাচ্ছে। মন্ত্রণালয়ের সঙ্গে আগামী ২৯ অক্টোবর আমাদের একটি সভা হবে। সেখানে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসির) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ বাতিলের বিষয়ে সাত কলেজ শিক্ষকদের আগে থেকে একটি দাবি ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস নেবেন না বলে অবস্থান নিয়েছেন। শিক্ষকদের চাপে পড়ে নবীনদের ক্লাস কার্যক্রম শুরু করতে বিলম্বিত করা হচ্ছে।
শিক্ষার্থীদের এই অভিযোগ প্রসঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক অধ্যাপক ইলিয়াস বলেন, এখানে কারও কোনো চাপ নেই বা কাউকে সন্তুষ্ট বা অসন্তুষ্ট করারও কিছু নেই। সবকিছু একটা সিস্টেমের মধ্যে হচ্ছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাগজপত্র ও ফি জমা দেওয়ার সময়সীমা ফের বাড়ানো হয়েছে।
রোববার বিকেলে প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরেক দফায় ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিদ্যমান কাঠামোতে (সনাতন) ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে কাগজপত্র ও অবশিষ্ট ফি প্রদান আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
এদিকে, দীর্ঘ সময় পরও ভর্তি কার্যক্রম শেষ করতে না পারা ও বারবার ক্লাস শুরুর সময়সীমা পেছানোয় নবীন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কিছু শিক্ষার্থীর ভর্তি বাকি থাকায় কাগজপত্র ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন পুরোপুরি মন্ত্রণালয়ের অধীনে আছি। ইউজিসি মন্ত্রণালয়কে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম হস্তান্তর করে দিয়েছে। সুতরাং, মন্ত্রণালয়ের বাইরে গিয়ে এখন আমাদের কোনো কিছু করার সুযোগ নেই।
তিনি আরো বলেন, সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়েরও নির্দেশনা ছিল। এটাকে কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে বলার সুযোগ নেই। এক মাসের নোটিশে আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করেছিলাম। এখন মন্ত্রণালয়ও সবকিছু দ্রুত শেষ করতে চাচ্ছে। মন্ত্রণালয়ের সঙ্গে আগামী ২৯ অক্টোবর আমাদের একটি সভা হবে। সেখানে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসির) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ বাতিলের বিষয়ে সাত কলেজ শিক্ষকদের আগে থেকে একটি দাবি ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস নেবেন না বলে অবস্থান নিয়েছেন। শিক্ষকদের চাপে পড়ে নবীনদের ক্লাস কার্যক্রম শুরু করতে বিলম্বিত করা হচ্ছে।
শিক্ষার্থীদের এই অভিযোগ প্রসঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক অধ্যাপক ইলিয়াস বলেন, এখানে কারও কোনো চাপ নেই বা কাউকে সন্তুষ্ট বা অসন্তুষ্ট করারও কিছু নেই। সবকিছু একটা সিস্টেমের মধ্যে হচ্ছে।

৪৯তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে সকাল ১০টায় মৌখিক পরীক্ষা শুরু হবে।
৯ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন ৩১ হাজার ৪২১ জন শিক্ষার্থী। আর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ৭৮৩ জন। যার মধ্যে ১০ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন।
১১ ঘণ্টা আগে
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অত্র অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ১ জানুয়ারি, ২০২৫ থেকে ইএফটিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই, ২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাবিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির স্বচ্ছ তদন্তের দাবিতে আমরণ অনশনে বসেছেন দুই শিক্ষার্থী। এদিকে নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ সম্পর্কে তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ ঘণ্টা আগে