৪৪তম বিসিএস পুনর্মূল্যায়নের দাবি নিয়ে রাজুতে অবস্থান

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১: ৪০

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়ন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।

গতকাল শাহবাগে দুই ঘণ্টা অবরোধের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় তারা বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে “নিশিরাতের ফলাফল মানি না, মানব না”, “রিপিট ক্যাডার বাতিল করো”, “শুধুই প্রতিশ্রুতি নয়, চাই বাস্তবায়ন” ইত্যাদি স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাকিন বিল্লাহ আশিক বলেন, “পিএসসি যদি চায় মানুষের আস্থা ফিরে আসুক, তবে ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে। ৮০০-এর বেশি পোস্ট নষ্ট হয়েছে, অথচ ৮৭০টি নতুন পদ থাকার পরেও তা যোগ করা হয়নি। এটি চরম অবিচার।”

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ অভিযোগ করেন, “কৃষি ক্যাডারে ৪২টি পদের মধ্যে ৩৮টি রিপিট করা হয়েছে। এতে করে আমাদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি হয়নি।”

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মাজেদ বলেন, “জনবল সংকট থাকা সত্ত্বেও প্রাপ্য নতুন পদগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এটি পরিকল্পিতভাবে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার কৌশল।”

আন্দোলনকারীরা যেসব দাবির পক্ষে অবস্থান নিয়েছেন:

১. ৪৪ এর জন্য অধিযাচিত সকল পদসহ পুনঃসুপারিশ এবং চয়েচ লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ বাদ দিয়ে ৪৪ এর রেজাল্ট পুনরায় প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএসগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

২. নন-ক্যাডার বিধি ২৩ বাতিল/সংশোধন করতে হবে।এবং ভাইভা পাশকৃতদের সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে ৯ম এবং ১০ শ্রেণীর চাকুরী দিতে হবে।

৩. অধিকতর স্বচ্ছতার জন্য প্রিলি,রিটেন এবং ভাইভার নাম্বার প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএস থেকে লিখিত পরীক্ষার খাতা পিএসসিতে বসে মূল্যায়ন করতে হবে।চলমানসহ পরবর্তী বিসিএসে ভাইভার মার্ক সর্বোচ্চ ১০০ করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত