আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনতিবিলম্বে শিক্ষা কমিশন গঠনের তাগিদ ছাত্রকল্যাণ ট্রাস্টের

স্টাফ রিপোর্টার
অনতিবিলম্বে শিক্ষা কমিশন গঠনের তাগিদ ছাত্রকল্যাণ ট্রাস্টের

অনতিবিলম্বে শিক্ষা কমিশন গঠনের তাগিদ দিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল মানিক মিয়া হলে জাতীয় শিক্ষা সংলাপে এ তাগিদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবিতে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী প্রধান অতিথি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান আলোচক এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান প্রিন্সিপাল সেলিম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালক এবং সাবেক উপসচিব সৈয়দ হাবিবুর রহমান, প্রফেসর ড. আনিসুর রহমান ফরাজী, সাইফুরস এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুর রহমান খান, ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুস্তাকিমা ইসলাম মীমসহ দেশবরেণ্যে শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, জ্ঞান ভিত্তিক সমাজ এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নাই। আর এ জন্যই শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন দরকার এবং দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন থাকা দরকার। অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে সবার আগে শিক্ষা কমিশন গঠন করা দরকার ছিল, অথচ দেশে এগারোটি কমিশন গঠন করেছে সরকার কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় এ পর্ষন্ত একটি শিক্ষা কমিশন গঠন করতে পারে নাই সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবির সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী তার বলেন, জাতিকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, এ জন্য শিক্ষার বাজেট বাড়িয়ে জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে ৬% করতে হবে।

ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, কোন ব্যক্তি বিশেষের কারনে এতোদিন শিক্ষা কমিশন গঠন করা হয় নাই, তা আমরা ভালো ভাবেই জানি। এখন আর সেই ব্যক্তি নাই, তাই আমাদের প্রধান উপদেষ্টা ড ইউনূস সাহেবকে বলবো জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে অনতিবিলম্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করুন। এতে করে জাতি আপনাকে সারা জীবন মনে রাখবে। কারণ, গত ষোল বছরে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। তাই সেই ধ্বংসস্তুপ থেকে শিক্ষা পদ্ধতিকে টেনে তুলতে অবশ্যই শিক্ষা কমিশন দরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন