অবশেষে গ্যাস সংযোগের আওতায় আসছে জাবির নতুন ৬ হল

প্রতিনিধি, জাবি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৭: ১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবশেষে নতুন ৬ আবাসিক হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মিত প্রতিটি হলে গ্যাস সংযোগ নিশ্চিত করতে তিতাস গ্যাসের প্রকৌশলীরা সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় জরিপ সম্পন্ন করেছেন। জরিপ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রকল্প পরিচালক এবং প্রকল্প সংশ্লিষ্ট পুর-প্রকৌশলীরা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিকবারের চেষ্টার পর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের লিখিত অনুরোধের ভিত্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশে এ প্রক্রিয়া শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, দ্রুততম সময়ের মধ্যে এক হাজার আসনবিশিষ্ট নতুন এই ছয়টি আবাসিক হলে গ্যাস সংযোগ চালু হবে, যা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুলভ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করবে।

গ্যাস সংযোগের বিষয়ে ২১ নং হলের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল হলে গ্যাস সংযোগ দেয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন দেরিতে হলেও আমাদের দাবি বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। হলের শিক্ষার্থীদের গ্যাস সংযোগ না থাকাতে উচ্চ মূল্যে খাবার কিনতে হতো। গ্যাস সংযোগ দিলে সেই সমস্যা দূর হবে বলে আশা করছি।

এডি/জেডএম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত