মানববন্ধনে চবি ছাত্রী সংস্থা
প্রতিনিধি, চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু অপরাধীদের বিচার করা হচ্ছে না। এসবের পেছনে রাষ্ট্রের নীরবতা ও সামাজিক উদাসীনতায় দায়ী।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চবি শাখা ছাত্রী সংস্থা কর্তৃক আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসার ছাত্রী ধর্ষণ এবং অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতন ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়।
নাহিমা আক্তার বলেন, আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। কিন্তু এখানে নারী ও শিশুরা নিরাপদ নয়। আজ আমরা এখানে দাঁড়িয়েছি শুধু প্রতিবাদ জানাতে নয়; বরং এ অপরাধের প্রতিকার ও জবাবদিহিতা চাইতে।
চবি ছাত্রী সংস্থার প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা বলেন, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নারীর ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ২৭ হাজার ৪৭৯টি। গড় হিসেবে প্রতি বছর পাঁচ হাজার নারী সহিংসতার শিকার হয়েছেন। শিশু নির্যাতনের ঘটনা তো রয়েছেই। এগুলো তো সংবাদ মাধ্যমে আসে। এর বাইরে অনেক ঘটনা সামনে আসে না লজ্জা ও ভয়ের কারণে।
নাহিমা আক্তার দীপার সভাপতিত্বে ও উমাইমা শিবলী রিমার সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু অপরাধীদের বিচার করা হচ্ছে না। এসবের পেছনে রাষ্ট্রের নীরবতা ও সামাজিক উদাসীনতায় দায়ী।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চবি শাখা ছাত্রী সংস্থা কর্তৃক আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসার ছাত্রী ধর্ষণ এবং অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতন ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়।
নাহিমা আক্তার বলেন, আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। কিন্তু এখানে নারী ও শিশুরা নিরাপদ নয়। আজ আমরা এখানে দাঁড়িয়েছি শুধু প্রতিবাদ জানাতে নয়; বরং এ অপরাধের প্রতিকার ও জবাবদিহিতা চাইতে।
চবি ছাত্রী সংস্থার প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা বলেন, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নারীর ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ২৭ হাজার ৪৭৯টি। গড় হিসেবে প্রতি বছর পাঁচ হাজার নারী সহিংসতার শিকার হয়েছেন। শিশু নির্যাতনের ঘটনা তো রয়েছেই। এগুলো তো সংবাদ মাধ্যমে আসে। এর বাইরে অনেক ঘটনা সামনে আসে না লজ্জা ও ভয়ের কারণে।
নাহিমা আক্তার দীপার সভাপতিত্বে ও উমাইমা শিবলী রিমার সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৩ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
১৮ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত সহকারী রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আবু বকর সিদ্দিক ছুটি না নিয়েই দীর্ঘদিন ধরেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
১৯ ঘণ্টা আগে