বাকৃবি বন্ধ ঘোষণার পরও অফিস চালু, তালা ঝুলিয়ে দিল শিক্ষার্থীরা

প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪২
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেতরে থাকা ব্যাংক ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে সব ধরনের অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ভবন এবং টিএসসি সংলগ্ন পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখায় তালা ঝুলিয়ে দেন তারা।

বিজ্ঞাপন

ভবনগুলোতে তালা দেওয়ার পর আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য। ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ তালাবদ্ধ অবস্থা চলবে।

পশুপালন অনুষদের শিক্ষার্থী আহসানুল হক হিমেল বলেন, প্রশাসনের কেউ আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। বরং মনে হচ্ছে তারা স্থির করেছে আমাদের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরও অফিসিয়াল কার্যক্রম চালু রাখা হয়েছে, যা আমরা মেনে নেব না। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা ব্যাংক ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে সব অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করছি। যতক্ষণ না পর্যন্ত শিক্ষকরা আমাদের সঙ্গে আলোচনায় বসবেন, ততক্ষণ আমরা প্রশাসনিক কার্যক্রম চলতে দেব না।

বাকৃবির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন চাকরি করার পর অবসরে যান। তারা নিয়মিতভাবে পেনশন পান। তাদের পেনশনের টাকা, বিশ্ববিদ্যালয়ের কৃষি খামার ও ফার্মের কর্মচারীদের বেতনসহ নানা খাতে অর্থ ব্যয় হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের গবেষণার কাজে ২৪ ঘণ্টা অর্থনৈতিক সাপোর্ট দিতে হয়। অর্থাৎ অর্থ সেকশনের দায়িত্ব অন্যান্য ১০টি সেকশনের মতো নয়। যদি পেনশনভোগীরা বেতন না পান, তাহলে তাদের কী অবস্থা হবে তা সহজেই অনুমেয়।

তিনি আরও বলেন, আমার কষ্ট হচ্ছে ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে তারা ব্যাংক বন্ধ করতে পারে না। ব্যাংক বিশ্ববিদ্যালয়ের অংশ নয় বরং এই এলাকার সাধারণ মানুষেরও ব্যাংকে একাউন্ট রয়েছে। তাই ব্যাংক বন্ধ করা সঠিক হয়নি। যে বিষয়ে আন্দোলন চলছে, সেটি আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত