
প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার ও সোমবার) তারিখে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
অপরদিকে, হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না।
নির্বাচনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। আজ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ও ১৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর, এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।
নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। নির্বাচনের দিনেই ভোট গণনা শুরু হবে এবং ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার ও সোমবার) তারিখে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
অপরদিকে, হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না।
নির্বাচনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। আজ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ও ১৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর, এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।
নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। নির্বাচনের দিনেই ভোট গণনা শুরু হবে এবং ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার লিখিত পদ্ধতির পরিবর্তে শুধুমাত্র এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি পরীক্ষায় নেগেটিভ মার্ক বাতিল করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
বুধবার রাত সাড়ে নয়টায় ‘সরাসরি শাহবাজ মিয়া শোভনের সাথে’ শিরোনামে এই লাইভটি প্রচারিত হয়। যা বর্তমান প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। এটিকে নিষিদ্ধ ছাত্রলীগকে নরমালাইজ করার প্রক্রিয়া বলে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বুধবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে টিএসসির স্বপন মামার দোকানের পাশের রাস্তায় এ বিস্ফোরণ ঘটে।
১ দিন আগে