আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জকসু নির্বাচন

ভোট গণনা শুরুর ৩ মিনিট পরই যে কারণে বন্ধ

স্টাফ রিপোর্টার

ভোট গণনা শুরুর ৩ মিনিট পরই যে কারণে বন্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরুর ৩ মিনিট পরই গণনা বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এ ঘটনা ঘটে। ফলাফল গণনার কক্ষ অতিরিক্ত মানুষের উপস্থিতির ফলে এসিদ্ধান্ত নেয় প্রশাসন।

বর্তমানে সবাইকে ফলাফল গণনার কক্ষ থেকে বের করে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, পরে আবার প্রবেশ করতে দেওয়া হবে। তবে শিক্ষক আর টেলিভিশন সাংবাদিক ছাড়া কেউ ঢুকতে পারবে না বলে মাইকে ঘোষণা করছে।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। এবার জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল। এ ছাড়া, একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন