আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মোবাইল আসক্তি দূর করতে তরুণদের ইতিবাচক কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার
মোবাইল আসক্তি দূর করতে তরুণদের ইতিবাচক কাজ করতে হবে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তরুণদের মোবাইল আসক্তি দূর করতে হলে তাদেরকে ইতিবাচক কাজে যুক্ত করতে হবে।

শনিবার ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গনে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ এ 'মাদকাসক্তি ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে বইমেলার গুরুত্ব' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তরুণদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হলে পড়াশোনাকে আনন্দময় করতে হবে। পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। শিশুদের যদি ছোটবেলা থেকে বই পড়ার প্রতি আগ্রহ থাকে তাহলে খারাপ বিষয়ে আসক্তি তৈরি হয় না। তাই, শিশুদের বই পড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক ফরিদ আহমদ, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, আনন্দমোহন কলেজের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। ‌

ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকারের উপ-পরিচালক বিপিনচন্দ্র বিশ্বাস সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এর আগে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) এ নবম গ্রেডের কর্মকর্তাগণের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০২৫ এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী প্রধান অতিথি হিসেবে উপস্থিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন