স্টাফ রিপোর্টার
রাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়ায় ইডেন ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা চালুর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নারীশিক্ষার নিরাপত্তা ও স্বাধীনতার পরিপন্থি বলে মন্তব্য করেছেন ইডেনের সাবেক শিক্ষার্থীরা। এই ইউনিভার্সিটিকে অন্য কোনো আলাদা ক্যাম্পাসে স্থাপন করে ঢাকার সাতটির পাশাপাশি বিভাগীয় আরো শতবর্ষী কলেজকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ইডেন মহিলা কলেজ প্রাক্তন ছাত্রীবৃন্দ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বক্তব্য পাঠ করেন ইডেনের সাবেক ভিপি এবং বিএনপির সাবেক এমপি হেলেন জেরিন খান। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক কয়েকজন অধ্যাপক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত ইডেন মহিলা কলেজ উপমহাদেশের প্রথম নারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কারণে এ প্রতিষ্ঠানের সক্ষমতা সংকোচন ও স্বাতন্ত্র বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের বড় অংশ প্রস্তাবিত কাঠামোর প্রতি অনাগ্রহ প্রকাশ করে আন্দোলনে নেমেছে। তাই সব অংশীজনের মতামত ও পরামর্শ বিবেচনা না করলে শিক্ষার্থীর অস্থিরতা ও নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি হবে।
এ সময় ৭ দফা সুপারিশ করে বলা হয়- ইডেনকে বিলুপ্ত বা একীভূত করার উদ্যোগ অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। কলেজগুলোর বিদ্যমান অবকাঠামো, সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সাত কলেজকে কলেজিয়েট বা অধিভুক্তিমূলক কাঠামোর আওতায় আনা; মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা ইত্যাদি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলেন জেরিন খান বলেন, আমরা অবশ্যই সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই, তবে তা সাত কলেজের স্বাতন্ত্র বজায় রেখে করতে হবে। আমরা কোনোভাবেই ইডেনের ঐতিহ্য ধ্বংস হতে দেব না। বর্তমান সরকারের সাড়ে তিন মাসে এত বড় কর্মযজ্ঞ সম্ভব নয়। এটা পরবর্তী নির্বাচিত সরকার করবে। এ নিয়ে কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করলে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে।
রাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়ায় ইডেন ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা চালুর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নারীশিক্ষার নিরাপত্তা ও স্বাধীনতার পরিপন্থি বলে মন্তব্য করেছেন ইডেনের সাবেক শিক্ষার্থীরা। এই ইউনিভার্সিটিকে অন্য কোনো আলাদা ক্যাম্পাসে স্থাপন করে ঢাকার সাতটির পাশাপাশি বিভাগীয় আরো শতবর্ষী কলেজকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ইডেন মহিলা কলেজ প্রাক্তন ছাত্রীবৃন্দ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বক্তব্য পাঠ করেন ইডেনের সাবেক ভিপি এবং বিএনপির সাবেক এমপি হেলেন জেরিন খান। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক কয়েকজন অধ্যাপক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত ইডেন মহিলা কলেজ উপমহাদেশের প্রথম নারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কারণে এ প্রতিষ্ঠানের সক্ষমতা সংকোচন ও স্বাতন্ত্র বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের বড় অংশ প্রস্তাবিত কাঠামোর প্রতি অনাগ্রহ প্রকাশ করে আন্দোলনে নেমেছে। তাই সব অংশীজনের মতামত ও পরামর্শ বিবেচনা না করলে শিক্ষার্থীর অস্থিরতা ও নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি হবে।
এ সময় ৭ দফা সুপারিশ করে বলা হয়- ইডেনকে বিলুপ্ত বা একীভূত করার উদ্যোগ অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। কলেজগুলোর বিদ্যমান অবকাঠামো, সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সাত কলেজকে কলেজিয়েট বা অধিভুক্তিমূলক কাঠামোর আওতায় আনা; মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা ইত্যাদি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলেন জেরিন খান বলেন, আমরা অবশ্যই সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই, তবে তা সাত কলেজের স্বাতন্ত্র বজায় রেখে করতে হবে। আমরা কোনোভাবেই ইডেনের ঐতিহ্য ধ্বংস হতে দেব না। বর্তমান সরকারের সাড়ে তিন মাসে এত বড় কর্মযজ্ঞ সম্ভব নয়। এটা পরবর্তী নির্বাচিত সরকার করবে। এ নিয়ে কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করলে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৩ মিনিট আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১০ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১ দিন আগে