আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিচার বিভাগীয় তদন্তসহ ৫ দফা দাবিতে চবি শিবিরের বিক্ষোভ

প্রতিনিধি, চবি
বিচার বিভাগীয় তদন্তসহ ৫ দফা দাবিতে চবি শিবিরের বিক্ষোভ

বিচার বিভাগীয় তদন্তসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার দুপুরে চাকসু ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রশাসনিক ভবন, শহীদ মিনার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত, শতভাগ আবাসন, আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ– এই পাঁচ দফা জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাখা সভাপতি মোহাম্মদ আলী অভিযোগ করেন, চবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। তার দাবি, গত ৩০ ও ৩১ আগস্ট সংঘর্ষ দুপুর ১২টায় শুরু হলেও সেনাবাহিনী-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৪টায়।

এই ঘটনার সূত্রপাত থেকে শেষ পর্যন্ত কারা উস্কানি দিয়েছে, কারা নির্দেশদাতা, সন্ত্রাসীরা কাদের প্রশ্রয়ে এখনও গ্রেফতারের বাইরে—তা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে উন্মোচিত করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে, বলেন তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, জুলাইয়ে দায়িত্ব নেওয়া এ প্রশাসন আবাসন সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে শিক্ষার্থীদের উচ্চমূল্য দিয়ে কটেজে অবস্থান করতে হচ্ছে। তার মতে, আবাসন, নিরাপত্তা, আহতদের চিকিৎসা ও তদন্ত নিশ্চিত করা জরুরি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, ক্যাম্পাসে ইসলামি ছাত্রশিবির দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, সেটা শিক্ষাক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা দেখেছে। শিবির নিয়ে সমালোচনা করার আগে সবার নিজেদের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করা উচিত। যদি আত্মসমালোচনার পদ্ধতি জানা না থাকে, তাহলে আমাদের কাছে আসুন, আমরা শেখাতে প্রস্তুত আছি, যোগ করেন তিনি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, শুধু নীরব থাকলে চলবে না। দায়সারা দায়িত্ব নয়, বরং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এ ক্যাম্পাস কোনো ষড়যন্ত্রকারীর হাতে তুলে দেওয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন