বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারের হাতে যাচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২: ৩৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীর পর এবার প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদেও নিয়োগের ক্ষমতা যাচ্ছে সরকারের হাতে। পরিচালনা পর্ষদ বা ‘গভর্নিং বডি’ ও ‘ম্যানেজিং কমিটি’ এই নিয়োগের ক্ষমতা হারাচ্ছে। কোন প্রক্রিয়ায় বা কর্তৃপক্ষের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে- সেটি নির্ধারণ করতে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে সোমবার প্রকাশিত এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি পদ থেকে ‘গভর্নিং বডি’ ও ‘ম্যানেজিং কমিটি’ সরিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) এই দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এনটিআরসিএর চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহ্বায়ক এবং সদস্য হিসেবে তিন অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং এনটিআরসিএর প্রতিনিধি রয়েছে। এ কমিটি শিগগিরই সভা করে নীতিমালা তৈরি করবে।

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের মধ্য দিয়ে নীরব বিপ্লব হয়েছে দাবি করে আমিনুল ইসলাম বলেন, এ পর্যন্ত এক লাখ ৭৮ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। এখন আর শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম হয় না। এনটিআরসিএতে কোনো অনিয়ম হয়ে থাকলে তার শিকড় উপড়ে ফেলা হবে। তিনি বলেন, ‘আমরা আইনের ভেতর থেকে সবকিছু সমাধানে শতভাগ তৎপর। তবে আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। বেআইনি দাবি নিয়ে এনটিআরসিএ ঘেরাও বা পুড়িয়ে দিলেও কোনো লাভ হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশ নিয়ে কিছু জটিলতা প্রসঙ্গে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করি। তবে অনেক প্রধান শিক্ষক ভুল তথ্য দেন। এতে করে সুপারিশপ্রাপ্ত প্রার্থী নানা বিড়ম্বনার শিকার হন। এ জন্য এখন থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে না। সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে শূন্য পদের তথ্য চাওয়া হবে। বিষয়ভিত্তিকও শূন্যপদ উল্লেখ করা হবে।’

আমিনুল ইসলাম আরো বলেন, নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখানে মাদরাসার ক্ষেত্রে ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান) বিষয়ে পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীকে ৮০ নম্বর পেতে হবে। দুটো মিলিয়ে ৮০ নম্বর পেলেই হবে।

এনটিআরসিএর কার্যক্রম সম্পর্কে জানাতে এ কর্মশালা আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্ম সচিব) এরাদুল হক। আলোচনায় অংশ নেন, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য (যুগ্ম সচিব) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক (উপসচিব) তাসনিম জেবিন বিনতে শেখ ও সংস্থাটির সচিব (উপসচিব) এএমএম রিজওয়ানুল হক।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত