শিক্ষার্থীদের ওপর হামলা ও বাকৃবি বন্ধ ঘোষণায় ছাত্রদল-শিবিরের প্রতিবাদ

প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা ও অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণায় ছাত্রদল ও ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট সন্ধ্যায় কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বিপুল সংখ্যক বহিরাগত সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বহিরাগতদের মিছিলে জয়বাংলা স্লোগান শোনা যায় এবং এসময় পিটিয়ে বহু শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বহিরাগতদের মিছিল থেকে ছাত্রীদের উপর সর্বপ্রথম হামলা চালানো হয়। এমনকি হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা লাইব্রেরি ও দোকানপাটে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর তৎপরতা চালায়নি। এভাবে প্রশাসন সার্বিকভাবে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা তাদের বিবৃতিতে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের বর্বরোচিত হামলা এবং ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, হামলায় নারী শিক্ষার্থী হেনস্তাসহ বহু শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের অনেকেই গুরুতর অবস্থায় ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত