শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩: ৫০

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা। মন্ত্রণালয়ের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীসহ বেশ কয়েকজন শিক্ষক নেতা সচিবালয়ে যান।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক সমবেত হন। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আগের কয়েক দিনের তুলনায় শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি অনেক বেশি ছিল। শহীদ মিনার ছিল কানায় কানায় পূর্ণ। শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবি নিয়ে স্লোগান ও বক্তব্য রাখেন।

এর আগে, গতকাল বুধবার এক ভিডিও বার্তায় শিক্ষক নেতা আজিজী জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন পেয়ে তিনি আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে আর্থিক সমঝোতার প্রস্তাব দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজিজীকে ফোন করে উৎসব ভাতা ও বাড়ি ভাতা নিয়ে আলোচনা করেছেন। তবে কর্মচারীদের উৎসব ভাতা নিশ্চিত করতে না পারার বিষয়েও তিনি দুঃখ প্রকাশ করেন। আজিজী বলেন, ‘আমি তাকে প্রস্তাব দিয়েছি যেহেতু সরকারের আর্থিক সংকট রয়েছে, তাই আপাতত চলতি বাজেটে ১০ শতাংশ এবং বাকি ১০ শতাংশ আগামী বাজেটে দেওয়া যেতে পারে। তবে বিষয়টি অবশ্যই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে, মোট ২০ শতাংশ দেওয়া হবে।’

অধ্যক্ষ আজিজী সতর্ক করে বলেন, ‘এর বাইরে গেলে আমার পক্ষে শিক্ষকদের বোঝানো সম্ভব হবে না। তখন হয়তো পরিস্থিতি পদত্যাগ আন্দোলনের দিকে যেতে পারে।’

এর আগে, বুধবার দুপুর ২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ ব্লকেড করেন শিক্ষকরা। পরে বিকেল ৫টা নাগাদ তা তুলে নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন তারা।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত