তরুণ প্রজন্মকে আত্মপরিচয়ে উজ্জীবিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। রোববার রাজধানীর আশুলিয়ায় অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, তিনি জীবনের পড়ন্ত বেলায় পৌঁছালেও অধ্যাপক আবুল হাসান এম সাদেকের সংগ্রাম তাকে এখনো অনুপ্রাণিত করে। আল্লাহ যত দিন হায়াত রাখবেন, তত দিন তিনি তরুণদের উজ্জীবিত করতে কাজ করে যেতে চান। তিনি বলেন, বর্তমানে তিনি জীবনের দ্বিতীয় ইনিংসে রয়েছেন এবং এই ইনিংসে তিনি জাতিকে জাগানোর চেষ্টা করছেন। আমার দেশের মাধ্যমে জাতির মাঝে আত্মপরিচয় তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, সারা জীবন তিনি পেশাজীবী হিসেবে নানা ক্ষেত্রে কাজ করেছেন। এখন তার মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে উজ্জীবিত করা। সে কারণেই ব্যস্ততার মাঝেও বিশ্ববিদ্যালয়গুলোর আমন্ত্রণ গ্রহণ করেন। কারণ, আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং আল্লাহর রহমতে তারাই বাংলাদেশকে রক্ষা করবে। তাদের মাঝে মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নিজেদের জীবন দিয়ে আত্মপরিচয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়া গেলে তারা আধিপত্যবাদকে মোকাবিলা করতে পারবে। জুলাই বিপ্লবে তরুণদের ভূমিকা এর প্রমাণ।
অনুষ্ঠানে ফাউন্ডার অধ্যাপক আবুল হাসান এম সাদেক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। মানবতার কল্যাণে নিবেদন ও সমর্পণের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
এইউবি উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, এইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী জামিরুল আখতার, এইউবি সিন্ডিকেট সদস্য এস এম ইয়াসিন আলী প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মাহমুদুর রহমান, শিক্ষা ও জ্ঞানচর্চায় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান এবং বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অবদানের জন্য অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে ফাউন্ডার সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


শরীয়তপুরে খোকন দাস হত্যায় গ্রেপ্তার ৩
জামায়াত প্রার্থীর গাড়ি আছে বাড়ি নেই, বার্ষিক আয় ১০ লাখ