আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জকসুর ১৪ কেন্দ্রের ফল ঘোষণা

ভিপিতে ছাত্রদল সমর্থিত এবং জিএস-এজিএসে এগিয়ে শিবির প্রার্থী

প্রতিনিধি, জবি

ভিপিতে ছাত্রদল সমর্থিত এবং জিএস-এজিএসে এগিয়ে শিবির প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এসব ফল গণনার পর ফল ঘোষণা করা হয়।

১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১৪২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১৬৭৩ ভোট। ২৪৯ ভোটে এগিয়ে রয়েছেন রাকিব।

জিএস পদে শিবির–সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৫৮৭ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ১৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৩৩৭ ভোট।

সর্বশেষ ঘোষিত ১২তম ও ১৩তম কেন্দ্রের ফলাফলেও শিবির–সমর্থিত প্রার্থীদের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। প্রাণীবিদ্যা বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ও একেএম রাকিব সমান ১২৮ ভোট করে পান। তবে একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৫৪ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন, খাদিজাতুল কুবরা পান ৬৮ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১৩১ ভোট এবং তানজিল ১০৮ ভোট পান।

মার্কেটিং বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০০ ভোট পেয়ে এগিয়ে থাকেন, একেএম রাকিব পান ১৮৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ২১৪ ভোট এবং খাদিজাতুল কুবরা ৮৬ ভোট পান। এজিএস পদে মাসুদ রানা ১৯৫ ভোট পেয়ে এগিয়ে থাকেন, তানজিল পান ১৫৩ ভোট।

বোটানি বিভাগ কেন্দ্রে ভিপি পদে— রিয়াজুল ইসলাম : ৬৫ (ছাত্রশিবির) একেএম রাকিব : ২১৬ (ছাত্রদল)। জিএস পদে— আব্দুল আলিম আরিফ : ১৪৩ (ছাত্রশিবির) খাদিজাতুল কুবরা: ৬৯ (ছাত্রদল)। এজিএস পদে—মাসুদ রানা: ১২০ (ছাত্রশিবির) তানজিল: ১৩৮ (ছাত্রদল)।

নির্বাচন কমিশন জানায়, হল সংসদসহ বাকি আরও ২৫টি কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন