আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসুর ভোটার হলে কেমন প্রার্থীকে ভোট দিতেন, জানালেন ড. গালিব

আমার দেশ অনলাইন
ডাকসুর ভোটার হলে কেমন প্রার্থীকে ভোট দিতেন, জানালেন ড. গালিব
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) আমি যদি একজন ভোটার হতাম, তাহলে এই শেষের দিনগুলোতে যারা ভদ্রতা বজায় রাখতেন, কণ্ঠস্বর নরম রাখতেন ও ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতেন—আমি তাদেরই ভোট দিতাম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ড. মির্জা গালিব বলেন, ডাকসু নির্বাচন যত কাছাকাছি আসতেছে, ততই প্রার্থীদের নার্ভের ওপর চাপ বাড়তেছে। এই চাপের কারণে অনেকেই হয়তো সামনের দিনগুলোতে উল্টাপাল্টা আচরণ করতে পারেন। পজিটিভ প্রচারণার পরিবর্তে কেউ কেউ প্রতিপক্ষকে নিয়ে নেগেটিভ প্রচারণা বেশি করবেন।

তিনি বলেন—পরাজয়ের সম্ভাবনা সামনে আসলে, দেয়ালে পিঠ ঠেকে গেলে খুব অল্প মানুষই ভদ্র আচরণ করতে পারে।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমজমাট প্রচারণা চলছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। আর স্বাধীনতার পর মাত্র সাতবার হয় ডাকসু নির্বাচন। যার মধ্যে সবশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন