আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্র হওয়া সত্বেও চাকসু নির্বাচনে ভোট দিতে পারেননি ২৪২ জন

চট্টগ্রাম ব্যুরো

ছাত্র হওয়া সত্বেও চাকসু নির্বাচনে ভোট দিতে পারেননি ২৪২ জন

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে বুধবার সকাল থেকেই চবিতে ঈদের উৎসব বিরাজমান। শিক্ষার্থীরা দলে দলে শাটলে ও বাসে এসে সবুজের রাজ্য খ্যাত চবি ক্যাম্পাসে নামছেন। সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে এখনো চলমান রয়েছে। ভোট প্রদানের পর শিক্ষার্থীরা স্মার্টফোন হাতে ছবি, ভিডিও নিয়ে উল্লাসে মেতে ওঠেছেন। তবে এসব আনন্দের অংশ হতে পারেনি ২৪২ জন ভোটার।

জানা গেছে, চাকসু নির্বাচনে এবার ২৭ হাজার ৫০০ ভোটারের মধ্যে ২৪২ জন ভোটার রয়েছে পিএইচডি ও এমফিল গবেষক শিক্ষার্থী। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় নির্বাচন পরিচালনার সঙ্গেও তারা যুক্ত আছেন। এতে নৈতিকতার দিক থেকে ভোট প্রদান করতে পারবেন না তারা।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করে একজন শিক্ষক জানিয়েছেন, ২৭ হাজার ৫০০ ভোটারের মধ্যে ২৪২ জন পিএইচডি ও এমফিল শিক্ষার্থী। সিদ্ধান্ত অনুসারে তারাও এবার ভোটার। এতে এসব শিক্ষকও ভোটার হিসেবে গণ্য যেহেতু তারা এখনও ছাত্র হিসেবে রয়েছেন। তিনি আরো জানান, আমি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছি। ভোট কেন্দ্রের বাইরে নিরাপত্তা, হোস্টেল, হল, প্রবেশ পথসহ বিভিন্ন পয়েন্টে শিক্ষকরা দায়িত্বরত আছেন। আমি মনে করি ভোটার হলেও আমি ভোট প্রদান করা নৈতিক হবে না। এজন্য সবাই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন