একাত্তরবিরোধী প্রার্থী নির্বাচিত হলে তা কলঙ্ক: ভিপি প্রার্থী নাইম

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নাইম হাসান হৃদয় বলেছেন, “একাত্তরের স্বাধীনতা বিরোধী কোনো প্রার্থী নির্বাচিত হলে তা বিশ্ববিদ্যালয়ের লানত ও কলঙ্ক।”

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে জুমার নামাজ শেষে ক্যাম্পাসে গণসংযোগ কর্মসূচি চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাইম বলেন, “একাত্তর বিরোধীরা অনেক সময় একাত্তরকে সমর্থনের কথা বললেও তারা একাত্তর বিরোধীই থাকবে। সম্প্রতি জগন্নাথ হলে শিক্ষার্থীরা এই একাত্তর বিরোধী ছাত্রসংগঠনকে চিহ্নিত করে কঠিন প্রশ্ন করেছে। কিন্তু তাদের নেতারা কোনো উত্তরই দিতে পারেনি।”

জাসদ ছাত্রলীগ নেতা নাঈম আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল গৌরব ৫২ থেকে ২৪ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দূর্গ গড়ে তোলা। এর অন্যতম অধ্যায় হলো ৭১। এই ৭১ কে সঠিকভাবে লালন না করতে পারলে ইতিহাসে কলঙ্ক লেগে যাবে। ২৪ আমাদের শিখিয়েছে সকল ফ্যাসিবাদী শক্তির বিনাশ ঘটাতে। নব্য ফ্যাসিস্টদের উত্থান হলে এদেশে আবারও জুলাইয়ের মতো আন্দোলন শুরু হবে।”

এছাড়াও তিনি সমালোচনা করে বলেন, “আমি শুধু একটা গোষ্ঠীর উদ্দেশ্যেই বলছি না। আমরা এমন প্যানেলও দেখতে পাচ্ছি যারা নিজেদের নেতার নিরাপত্তা দিতে পারেনি, অথচ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলে। আবার জুলাইকে ধারণ করা কিছু লোক যারা ৫ আগস্টের আগে দুরবস্থায় ছিল, তারা আগস্টের পর রাতারাতি আইফোন ও মোটরবাইকের মালিক হয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কীভাবে কাজ করবে—এটাই বড় প্রশ্ন।”

ভিপি প্রার্থী নাইমের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে আসন্ন ডাকসু নির্বাচনে শুধু প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা নয়, তাদের মতাদর্শ ও ইতিহাসচর্চার প্রতি অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একাত্তরের চেতনা ও জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তিনি শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছেন নব্য ফ্যাসিস্টদের উত্থান নিয়ে। ফলে নির্বাচনি প্রচারণায় মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতান্ত্রিক আদর্শ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত