আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন স্থগিত চায় না জকসুর ভোটাররা

স্টাফ রিপোর্টার

নির্বাচন স্থগিত চায় না জকসুর ভোটাররা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণের আগ মুহূর্তে স্থগিতের গুঞ্জন উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও সকাল সোয়া ৯টায়ও শুরু হয়নি। সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট মিটিংয়ে বসেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে, ভোটের দিনে এসে নির্বাচন স্থগিত চায়না শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের সবধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থীরাও প্রচারণা চালিয়েছে। ভোটাররাও এসেছেন। এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নিলে মানবেন না তারা।

বিজ্ঞাপন

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফফাতুন নাহার নিশাত বলেন, "সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ভোট দিতে এসেছি।সবার মধ্যে যে আমেজটা রয়েছে, পরে হলে সেটি থাকবেনা। আর নির্বাচনকে ঘিরে প্রশাসনিকভাবেও একটা প্রস্তুতির প্রয়োজন আছে। যা এখন রয়েছে। তাই, আমরা চাই নির্বাচনটা হোক।"

একই বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন সুচনা বলেন, "বার বার পেছানোর পর আজকের এ নির্বাচন। আমরা শিক্ষার্থীরাও ভোট দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছি। যেভাবেই হোক নির্বাচনটা হওয়া দরকার। প্রয়োজনে ফল ঘোষণা একদিন পর হোক। তারপরও নির্বাচন স্থগিত করা ঠিক হবেনা।"

মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়েব বলেন, "এই মুহূর্তে এসে নির্বাচন স্থগিত করা কোনোভাবেই ঠিক হবেনা। এতদিন ধরে প্রচার-প্রচারণা চলেছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীরও একটা প্রস্তুতি নিতে হয়েছে। এতে সরকারের একটা অর্থ ব্যয় করতে হয়েছে। ফলে নির্বাচনের দিনে এসে ভোটগ্রহণ বন্ধ হলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হবে, কেউই মানবেনা।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন