বিশ্ববিদ্যালয় শুধু সরকার বা সরকারি দলকে কেন্দ্র করে নয়, বরং সমাজ নিয়েই বাঁচে—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
রোববার রাজধানীর আশুলিয়ায় অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় সমাজ নিয়ে বাঁচে। বিশ্ববিদ্যালয় শুধু সরকার আর সরকারি দল নিয়ে বাঁচে না। এই সহজ সত্য যত দ্রুত আমরা বুঝতে পারব, ততই ভালো। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বলতে পাবলিক ও প্রাইভেটের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। পার্থক্য রয়েছে কেবল পরিচালনা ও গভর্নেন্স সিস্টেমে। তবে একটি বিশ্ববিদ্যালয়ের মূল ম্যান্ডেট হলো সমাজের জন্য জ্ঞান উৎপাদন এবং তা বিতরণ করা। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত জ্ঞান সমাজের বৃহত্তর কল্যাণ, সমাজসেবা ও জনস্বার্থে ব্যবহৃত হওয়া উচিত। এ ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই।
তিনি আরো বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয় একটি অভিন্ন ও সমন্বিত প্ল্যাটফর্মে কাজ করুক—এটি তিনি চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ তৈরি হলে তা অন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হোক বা ঢাবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক—সব ক্ষেত্রেই আন্তরিকতা ও আনন্দের সঙ্গে তা গ্রহণ করা হবে। এই যৌথ প্রয়াসকে গুরুত্ব ও উৎসাহের সঙ্গে বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ঢাবি উপাচার্য বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও সবাই মিলে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আল্লাহর রহমত, তার সাহায্য এবং মানুষের বিশ্বাসের ওপর ভরসা করেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী সেশনে এইউবি উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার প্রফেসর আবুল হাসান এম সাদেক, ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

