অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচন বানচালের আশঙ্কা ইউট্যাবের

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৭: ৩৯

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সংগঠনটি মনে করছে, এই অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনাগুলোর একটি- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত এই অগ্নিকাণ্ড কেবল দেশের ভাবমূর্তি নয়, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও এক বড় ধাক্কা।

তারা বলেন, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা কোনোভাবেই কাকতালীয় নয়। এই ঘটনাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা, নিরাপত্তা ঘাটতি ও প্রশাসনিক দুর্বলতার প্রতিফলন। এবারকার ঘটনায় দেশের প্রধান প্রবেশদ্বার অচল হয়ে যাওয়া এবং বিপুল পরিমাণ পণ্যের ক্ষতি জাতীয় অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলেছে।

বিবৃতিতে ইউট্যাব নেতৃবৃন্দ দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক সেই সময়ে এই ধরনের বিপর্যয়মূলক ঘটনা গভীর প্রশ্নের জন্ম দেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো মহল এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

তারা আরও বলেন, এই ঘটনায় কোনো রাজনৈতিক শক্তি বা দেশবিরোধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা- তা দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। শুধু আগুন লাগার কারণ জানা নয়, বরং এর পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইউট্যাব নেতারা সরকারের গঠিত তদন্ত কমিটির কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, তদন্ত অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। পাশাপাশি কার্গো ভিলেজের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিদ্যমান সব দুর্বলতা দ্রুত শনাক্ত করে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত