ডাকসু নির্বাচনের তফশিলকে ইতিবাচকভাবে দেখছে ছাত্রদল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২: ৪০
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৩: ০৩
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফশিল ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয়বাদী ছাত্রদল।

বুধবার রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত জুলাই আগস্টে আন্দোলনে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত শিক্ষক-কর্মচারীদের বিচার না হওয়ার আগে এমন নির্বাচন আয়োজন কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে। এরপরও আমরা তফশিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছি।

তিনি আরো বলেন, আমরা ডাকসু নির্বাচন ৪০টির বেশি সংস্কারের সুপারিশ করেছি সেখান থেকে মাত্র ৪টি সংস্কার সুপারিশ তারা আমলে নিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবু ইয়া ইয়া আফসান, সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত