সমকামিতা প্রচারণা ও হত্যার হুমকির প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০১: ৪২

সমকামিতা প্রচারণা ও শিক্ষক হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ‘সার্বভৌমত্ব ও মূল্যবোধ সচেতন শিক্ষার্থী জোট’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কামরুল হাসান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, এলজিবিটি অ্যাক্টিভিস্ট কর্তৃক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি অত্যন্ত উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, সমাজে নিষিদ্ধ এলজিবিটিকিউ তথা সমকামিতার পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বক্তারা এ সময় অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে নিজে বাদি হয়ে হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত