বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়ে জীবন ও রাষ্ট্র নির্মাণের আহ্বান মাহমুদুর রহমানের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ১১

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ডিগ্রিকে কাজে লাগিয়ে নিজের জীবন ও রাষ্ট্র নির্মাণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রাজুয়েট বলতে আসলে একটা ভয়, আনন্দ বা নষ্টালজিয়াকে বোঝায়। বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রিটা দেওয়া হয়, তা একটি অস্ত্র বা টুল। এই টুল ব্যবহার করে আগামী অন্তত ৫০ বছর তুমি তোমার নিজের জীবন ও রাষ্ট্র বিনির্মাণ করবে। সমাজ নির্মাণ করবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সপ্তম সমাবর্তনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা প্রফেসর ড. আমিনুল ইসলাম গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।

গেস্ট অব অনার হিসেবে দেওয়া বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রাজুয়েটদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের এমন চাকরি বাঁচতে হবে, যে ক্যারিয়ার তুমি পছন্দ কর। এক্ষেত্রে ‘প্যাশন’ খুব গুরুত্বপূর্ণ। যদি তোমার কাজে ফ্যাশন না থাকে তাহলে খুব তাড়াতাড়ি তুমি বিরক্ত বোধ করবে। তখন সেই কাজে উন্নতি করা কঠিন হবে। আর চাকরির পরিবর্তন করতে তোমরা ভয় পাবে না, যদি পছন্দের চাকরি হয়। যে প্রফেশনই বেঁছে নাওনা কেন, তাতে সততা ও আনুগত্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বৃটিশ শিক্ষাবিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফ্রান্সিস টি ডেভিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তুরস্কের আংকারা ইলদ্রিন বেইজিদ ইউনিভার্সিটির প্রফেসর ইয়াসিন আকটে; এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক: ভাইস চ্যান্সেলর ইমিরেটাস প্রফেসর ড. শাহজাহান খান: ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, এইউবি।

এ ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, কর্মকর্তা ও গ্রাজুয়েটগণ সমাবর্তনে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ইউজিসির চেয়ারম্যান এস এম এ ফায়েজ অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও সমাবর্তন অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে ও সাফল্য কামনা করে বাণী পাঠিয়েছেন।

এবারের সমাবর্তনে ১৯ কৃতি শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেন। তাদের মধ্যে ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থী রাকিবুল ইসলাম চ্যান্সেলর গোল্ড মেডেল, বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী কাজী শাহরুখ ওমী ফাউন্ডার গোল্ড মেডেল, মুহাম্মদ আরিফুজ্জামান ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন।

১৯৯৬ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দক্ষ যোগ্য ও নৈতিক মানে গ্রাজুয়েট তৈরি করে আসছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত