মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২৪
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২৮

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মহাখালীতে রেললাইন অবরোধের কারণে ঢাকার সাথে সব ধরনের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থীর মহাখালী রেল লাইনে অবস্থান নেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী রেল লাইনের উপরে শুয়ে পড়ে।

এর মধ্যে কমলাপুর থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আসতে থাকলে মহাখালী রেলগেট থেকে আনুমানিক ১৫০ শ' মিটার দক্ষিণে রেল লাইনের উপরে লাল পতাকা নিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে ট্রেনের চালক ট্রেনটি থামাতে বাধ্য হন।

বিজ্ঞাপন

রেল লাইনের উপরে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আকস্মিকভাবে রেললাইন অবরোধের কারণে সারা বাংলাদেশের সাথে রাজধানীর সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিকেল তিনটা ৫৫ মিনিট পর্যন্ত প্যান্টি সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে ট্রেনের চালক পেছনের তেজগাঁও স্টেশনের দিকে চলে যান।

সর্বশেষ আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলগেটের এলাকায় রেললাইনের উপরে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন। দাবি মানা না হলে তারা রেলপথ ছেড়ে যাবেন না বলে জানান।

এদিকে গুলশান ডিভিশনের ডিসি তারেক মাহমুদ জানান, আন্দোলনকারীদেরকে রেললাইন থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সুপ্রিয়ভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

অবরোধের কারণে মহাখালীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাখালী থেকে জাহাঙ্গীরী গেটের সামনে দিয়ে সড়কের দু'পাশে যান চলাচল একেবারে বন্ধ।

বেলা সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনের সড়ক থেকে মিছিল নিয়ে আমতলী মোড় হয়ে মহাখালীর রেলগেটের উদ্দেশ্যে রওনা দেয়।

এর আগে টানা ৬ষ্ঠ দিনের মতো মহাখালী গুলশান লিংক রোড অবরোধ করে রাখেন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১ টায় তিতুমীর কলেজের সামনের সড়কের উভয় পাশে বাঁশ ফেলে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কারণে গুলশান মুখী এই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী সরকারের উদ্দেশ্যে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক এবং রেলপথ অবরোধে আমাদের বাধ্য করবেন না।

সরেজমিন দেখা যায়, রাস্তা বন্ধ থাকার কারণে জনসাধারণের তীব্র ভোগান্তি হচ্ছে। বিশেষ করে নারী শিশু বৃদ্ধদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বনানী থানার ওসি রাসেল সারওয়ার জানান, বেলা ১১ টার পর থেকে তিতুমীর কলেজের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত